কতোকাল তুমি আর আগের মতো হাস না,
কেন জানি নানান জটিলতা তোমাতে ভিড় করে থাকে।
প্রতিদিন তোমার গোমড়া মুখ দেখে দেখে
আমিও দুর্বল হয়ে যায় অবিরত,
ম্লান হয়ে পড়ি শেষে।


তোমার একটু হাসি মুখ দেখবো বলে
অপেক্ষার দিন গুনি
সেই প্রত্যাশায় থাকি সারাক্ষণ ...
তোমার হাসিখুশি মুখ দেখলে আমার অন্তঃকরণ
ভরা নদীর জলধারার মতোই উপচিয়ে যায়!


কতোযুগ পরে আজ তোমার সহাস্য মুখ
দেখে সুখে আত্মহারা হয়ে পড়ি আমি,
এই একটি দিনের জন্য...
তৃষিত হৃদয় নব আনন্দে মেতেছে আজ!
মনে হচ্ছে তোমার হাসি মুখে স্বয়ং
সত্তার আমিত্ব গণ্য।


তাং ১২/০৭/১৮