যত মত তত পথ সম্প্রদায় ভেদে,
অভিন্ন হলেও সবে লক্ষ্য যে অভেদে।
ধর্ম-অর্থ-কাম-মোক্ষ নিয়মের ফলে,
জগতের যত সুখ পালনে সকলে।


ব্রহ্মচর্য্য ব্রতপালন প্রথম সোপান,
শরীর নীরোগ থাকে দেহ বলবান।
জীবনের পথ চলা শুরুতেই মানি,
এটাই ধর্মের অঙ্গ সমুদয়ে জানি।


প্রবেশ করলে কর্মে দ্বিতীয় সোপানে,
উপার্জন করে অর্থ ক্ষমতা অর্জনে।
অর্থ ছাড়া চলেনা যে দুনিয়া এখন,
পার্থিব সৌভাগ্য আসে জগতে তখন।


তৃতীয় ধাপেই করে সংসারে প্রবেশ,
কামভাব সৃষ্টি করে নতুনে আবেশ।
ধরনীতে প্রজন্মকে স্বাগত জানাই,
বংশরক্ষা করে তথা প্রাণশক্তি পাই।


অক্ষয় অন্তিম ধাপে স্বর্গলাভ করে,
বিষয়ের মায়া-মোহ পরিত্যাগ তরে।
সংসার দায়িত্ব হতে পরিত্রাণলাভে,
মোক্ষলাভে পাড়ি দিয়ে মুক্তি পায় ভবে।


তাং- ২০/০৮/১৮