তোমাকে দেখেই বুঝে ছিলাম
তুমি যে অলঙ্ঘনীয় নও!
সভ্যতার কাল যেদিন এসেছে
তুমি জেনে নিয়েছিলে,
সীমানায় কাঁটা তারে ঘিরে রাখা হয়।
তুমি বুঝে নিয়েছিলে জীবনের সংজ্ঞা!


কে জানে, কী এক তিক্ততায়-
তোমায় অসহনীয় মনে হলো- প্রভাবিত হলে
অব চেতনের ভাবে;
রোষে সব ফেলে চলে গেলে!


বুঝতে পেরেছিলাম তুমি ভারাক্রান্ত!
মনস্তত্ত্ব বলে- অন্তৰ্দাহ সহসাই থেমে যাবে,
মনীষীর মহাবাক্য মনে পড়ে-
"শান্ত হলে শান্তি পাবে"!


অনতিকাল পরেই জ্ঞান চক্ষু প্রকাশিত হলো,
আবার জাগ্রত হলো সদ্য এক চর!
তুমি বলে গেলে, শীঘ্রই বাঁধবে
বালুচরে এক ঘর!


তাং- ২৬/১১/২০২২ ইং