নিধিরাম গলা উঁচিয়ে বলেন
আমি না পারিলে কেউ...
দেখতে দেখতে কাজ শেষ প্রায়-
আর কটা দিন বাকী!


কাজেরও গুণগত মান
সত্তর ভাগ খারাপ...
মান নিয়ন্ত্রকের কাছেই
নির্ঘাত অকৃতকার্য !


আবার নিধির প্রতিজ্ঞা যে
ভবিষ্যতে ভালো হবে-
সে কোন অংশে কম বুঝে না
ক্রিটিকাল থিংকিং একটু...


শুধু ফাঁকা মাঠে বুলি ছোঁড়া
অন্তঃস্বারশূন্য লোকটি।
হীনমন্যতায় ভোগে কিনা-
কিন্তু শোধরালে সে হয়!


আজকাল বিশ্বায়নের যুগ-
দক্ষতা ছাড়া সততা
শক্তিহীন বলে গণ্য হয়।
পৃথিবী সাহসীদের....


তাং - ০২/০২/১৮