জীবনের এ মহাকাশে আছে মানুষ কত,
মানুষ হয়ে মানুষ হত্যা এটা ও তাদের ক্ষত।
শরণার্থী হয়ে মানুষ যায় অজানার পথে,
স্বদেশ ছাড়ে প্রাণে বাঁচবে বলে হত্যাকারী হতে।


মানবতা পরাজয় আজ মানবতার হাতে,
ছদ্মবেশী রূপ ধরেও মানবতা সাথে।
নরপিশাচ নররূপে নর মাংস খায়,
হত্যাযজ্ঞ মহাযজ্ঞ দিনলিপিতে ঠাঁই।


সৃষ্টির সে যে সেরা জীব মানুষ বলে গণ্য,
সেরার মান সেরার ধ্যানে করে সে যে বিপন্ন।
মানুষ তারা, নয়তো জড় কেন অবহেলা?
যেমন কর্ম তেমন বিচার হবে যে শেষবেলা।


প্রকৃতিরও বিচার হবে ঘৃণ্য কাজের তরে,
কূল পাবে না কোথায় যাবে পালাবে যে পরে।
নিরাপরাধ মানুষ মারা কোন বিধানে আছে?
ঐ পাপীরা পথ হারাবে শেষ বেলাতে পাছে।


রক্ত মাংসের মানুষ তারা নয়তো জড়বস্তু
কেমন করে কালে কালে হচ্ছে তৃষার তন্তু।
মনুষ্যত্ব হুমকিতে আজ অমানুষের তরে,  
বিশ্ববিবেক থমকে যাবে বিচার হবে পরে।


শান্তি আসুক মানবতায় শান্তি আসুক ধরনীর,
পরম পিতার কৃপা লাভে মানব জীবন সৃজনীর।
ভালোবাসায় ভরে যাবে স্নেহ মায়ার বন্ধনে,
মানব জীবন ধন্য রবে অহিংসাতে চলনে।


তাং - ২৪/৯/১৭