ভাবনারা যায় এঁকেবেকে
এদিক ওদিক খেলে,
মানুষ গুলো হচ্ছে বুলেট
চাল চলনে বলে।
জমিদারের কদর ছিল
অনেক আগে তবে,
অধিপতি তিনিই ছিলেন
সুখে দুঃখে সবে।
তারই পরে কদর হল
কারখানারই মালিক,
দেশ বিদেশে চালায় মানুষ
কর্ণধারের প্রতীক।
সব শেষেতে কদর এখন
বুদ্ধি বিবেক মাথার,
মানুষ এখন বিশ্ব চালায়
অন্য সবে নিথর।


তাং - ০৩/০৩/১৮