এদিক ওদিক যেদিক তাকাই,
সভ্যতার সবি মেহনতি মানুষের
হাতেরই ছোঁয়া!


কুঁড়েঘর থেকে রকেটলঞ্চার,
আকাশ পাতাল যত সব
বিলাস বহুল বিলাসকানন,
শ্রমজীবীদের শ্রম- একমাত্র ভাগীদার।


ঘাম ঝরা পরিশ্রম কিন্তু নগণ্য মজুরি!


মালিক শ্রেণির রক্তশোষণ নীতি:
বৈরিতাই যেন শ্রমিকের আন্দোলন!


সমাজে সবার ভূমিকা থাকা বাঞ্ছনীয়!


বিনিময় যেন সমান বণ্টনে মিলিত হয়।
কলমের খোঁচার হিসাব বোঝার ক্ষমতা-
একজন শ্রমিকের কতটুকু আছে
তা সভ্য সমাজ অন্তত জানেন!


ভ্রান্ত নীতি মালিক-শ্রমিক কারো
মঙ্গল আনার কথা নয়-
সভ্য পৃথিবী এখন না বুঝার কথাই নয়!
কার আত্মদানে সমাজ উন্নত?


জয় হোক মেহনতি মানুষের,
সমাজের তথা সভ্য জাতির,
শোষিত-বঞ্চিত শ্রমিকের!


তাং - ০১/০৫/১৮
@বিশ্ব শ্রমিক দিবস***