বিজয় দিবস এলো যে আবার এলো না ছেলেটি ঘরে,
মায়ের কান্না পথ চেয়ে তাই আসবে হয়তো ফিরে।
স্ত্রীর অপেক্ষা স্বামী হারানোর বেদনা বিধুর মন,
আসিবে শীঘ্র কথা ছিল তার কানে বাজে সেই ক্ষণ।


বোনের ভরসা ভাইটি কখন আসবে আবার কবে?
এমন হবার নয়তো কথা যে ছোট্ট বোনটি ভাবে।
ছেলের না ফেরা স্বামীর না আসা ভাইয়ের তরে ভবে,
বিজয় এসেছে প্রতিটি বছর এলোনা ছেলেটি তবে।


হাজারো ছেলেরা ফিরল না ঘরে যুদ্ধ শেষ যে করে,
অভাগী মায়ের ভাবনা মনেতে আসবে ছেলেটি ফিরে।
স্মৃতি সৌধের ঐ স্তম্ভগুলোই শ্রদ্ধার দিন আজ,
বিজয়ের গান গেয়ে ফিরে তাই জনতার ঢ্ল সাজ।


ডিসেম্বরের ষোল তারিখে ঐ স্বাধীন দিবস আসে,
মায়ের মুখেতে খুশির ঝলক এই দিনটিতে হাসে।
হারানোর ব্যাথা ভুলে যায় মা যে বিজয়োল্লাস মেখে,
শান্তনা পায় মায়ের মনটি স্বাধীন বাংলা দেখে।


তাং - ১২/১২/১৭