বাংলা আমার শস্যশ্যামল রূপের নেইকো শেষ,
বসন্ত আজ সমাগত দোলায় মনে বেশ।
মাঠে মাঠে চির হরিৎ ঢেউ খেলে যায় কত,
কিষাণ তারি ব্যস্ত কাজে ফসল তোলায় রত।


শীতের আমেজ বিদায় নেবে নিয়ম মেনে তার,
ফাগুনটা তাই সেজেগুজে বরণডালায় ভার।
ভ্রমরা ও গুঞ্জনে তার কাটে সারাবেলা,
পুষ্পবনে পুষ্পরসে যোগাড়ে নেই হেলা।


ভালোবাসা প্রহর গুনে মগ্ন হয়ে আজ,
গোলাপ ফুলে শুভেচ্ছান্তে ভ্যালেন্টাইনের সাজ।
এই ফাগুনে স্মৃতিপটে শহীদ মিনার ভাসে,
ভাষার তরে সপে দিল জীবন অনায়াসে।


সূর্য রাঙা শুভ সকাল পলাশ রাঙা আকাশ,
দোয়েল শ্যামা গানের সুরে উদাস করে বাতাস।
মুক্ত মনে মুক্ত বায়ু মুক্ত করে প্রাণ,
গেয়ে যাবো এই ফাগুনে ফেব্রুয়ারির গান।


তাং- ০৬/০২/১৯