ভালোবাসি বলে, খুব ভোরে উঠে
ছুটে চলি তোমারই পানে,
সাগর মহাসাগর পাড়ি দেয়
নির্দ্বিধায়- শুধু তোমারই টানে।
নির্ঘুম রজনী কাটে আজ কারো কারো
এক অতি সূক্ষ্ম মোহে,
এ মোহ ভোলার নয়- এ এক পরমানন্দ
প্রতিক্ষণ পুলকিত চিত্তে ঢেউ বহে!


কিছু শব্দ, কিছু কথা অধীর আগ্রহে
অপেক্ষার ক্ষণ গুনে,
মিলনের প্রফুল্লতা মনের প্রকোষ্ঠে
আনমনে জাল বুনে।
কারো কাছে এই ভালোবাসা
যুদ্ধ, প্রেম, ক্ষোভ সম,
আবার সংযম চিত্তে আগলে রাখে
শব্দ, কথা- যেন তার সুপ্ত প্রিয়তম!


এক বুক ভরা প্রতীক্ষিত সময়ের আয়োজন,
অবশেষে কাছে এলো-
ফুলেল শুভেচ্ছা, সৌরভে মাতালো।
এ এক সুন্দর মাহেন্দ্রক্ষণে,
জড়ো হয় কতশত শব্দ চয়নিরা-
ভালোলাগা, ভালোবাসার ময়দানে।


তাং- ২২/০২/২০২০ ইং