ধনের সাগরে ভাসে পুণ্য মহাজন,
ভিখারিনি কেঁদে মরে অভাবে তাড়ন।
কারো ডাক শোনে মাতা- জয়, জয়কারে,
ধনে জনে ভরে তোলে সবে একাকারে।
কেউবা ডাকেন তাঁরে- ফিরে নাহি চায়,
অভাগার কূল শুধু বিলাপে হারায়।
তাইতো ধরণী মাঝে পূর্ণিমা উদিত,
আলোকিত মহা লক্ষ্মী আজি আবির্ভূত।
ধন, যশ, মান বৃদ্ধি সবারে সমান,
দুঃখ দূরে- দিয়ে যাবে হতভাগ্যে দান!
সবাকার তরে মাতা মর্ত্যে পদার্পণ ,
ভক্তের হৃদয়ে আজ হবে যে আসন!
অকূলের পরিত্রাণে দেবী দ্বারে দ্বারে,
মায়ের চরণ ধুলো- অকল্যাণ কাড়ে!


তাং- ১৩/১০/১৯ ইং