প্রতিষ্ঠিত পাত্র- পাত্রীকে দেখতে গেল
বিবাহে আবদ্ধ হবে বলে;
আলাপ পর্ব শেষ, পছন্দ হয়েছে উভয়েরই।


কুচক্রী মহল চিরকাল ছিল,
থাকবে সন্দেহ নেই,পৃথিবীতে কোন কিছু
থেমে থাকবে হতে পারেনা! প্রকৃতিও তার
নিয়মেই চলতে থাকবে।


স্বাভাবিকভাবে পাত্রীপক্ষের
অভিভাবক আতংকে থাকতেই পারে!
জ্ঞাতসারে মদ্যপায়ী ছেলেকে- পাত্রস্থ
করাই বোকামি ছাড়া আর কিছু নয়!


পাত্রপক্ষ দ্বিধান্বিত- কুচক্রীর জালে,
অসত্য ঘটনা তাকে লজ্জিত করলো।


সত্যের নিক্তিতে পাত্র উঠে-
আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে বলছি
আমি বেঁচে আছি মৃত নই- এটা সত্য,
নাকি কুচক্রীর আস্ফালনে আমি মরে গেছি, মদ্যপায়ী মাতাল ইত্যাদি...
ঠিক দর্শকের উত্তরের অপেক্ষায়!


অবশেষে সত্যেরই জয়....
সুখী সুন্দর সংসার!


তাং - ০৯/০১/১৮


তাং - ০৯/০১/১৮