দীর্ঘ নয় মাসের কষ্টের ফসল এই ডিসেম্বর !
কতো বিনিদ্র রজনী আর অনাহারে তোমারই সাথে,
দেশ মাতৃকাকে বাঁচানোর শপথ অনেক
বড়ই গুরুদায়িত্ব!


রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ!
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অতবড়
আত্মত্যাগ- খুবই বিরল ইতিহাস!


বেদনায় ভারাক্রান্ত মা পথ চেয়েই আছে;
সারাক্ষণই ভাবনা হয়- এই বুঝি খোকা এলো!
পিছনে মা বলে ডাক দিলো।


লাল-সবুজের পতাকা অর্জিত হলো আর
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীন স্বদেশ ;
কিন্তু এখনো এলোনা প্রতিক্ষিত মায়েরই ধন।


অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের জয়ধ্বনি-  
জয়বাংলা ধ্বনিতে মায়ের বুক ভরে গেলো!
তার প্রতীক্ষার অবসান হলো ;
ফিরে পেলো এই স্লোগানে খোকাকে!


তাং- ১১/১২/১৮