কারা আমার মুখের ভাষা কেড়ে নিতে চাই,
অন্য ভাষায় মনের কথা হয় কি তুল্য তাই!
কবির লেখায় গানের সুরে প্রাণের কথা বলে,
এমন তৃপ্তি পাবে কোথায় মাতৃভাষা ফেলে!


দোয়েল কোকিল ময়না যত আপন মনে গায়,
বসন্ত তাই ফুলে ফুলে রাঙিয়ে বেড়ায়।
কৃষ্ণচূড়াও রক্তে রাঙা ভাবের ভাষায় তার,
পলাশ শিমুল একুশ সাজে ফেব্রুয়ারিই সার।


বুকের রক্ত ঢেলে দিল বর্ণমালার তরে,
শহিদ প্রাণে মুক্তি পেল বাক স্বাধীন আজ করে।
বাহান্নরই শোকগাঁথা এই ফেব্রুয়ারির মাস,
অশ্রুজলে সিক্ত মোরা স্মরি বারোমাস।


তাং- ০৫/০২/১৯