আজকে আমার নিধিরামের চলে যাওয়ার দিন,
কতো বকা কতো রোষে কর্মজীবন লীন।
উল্টো সিধে অনেক কিছু ছিলো যে তার কাজ,
ভৎসনা তাই পায় সে কর্মে নিত্যদিনের লাজ!


পারে না যে খুশি রাখতে কারো মনো প্রাণ,
ফন্দিবাজ এ মানুষটা তার গলা বাজি শান।
বুদ্ধি ছিলো হাঁটুর নিচে যে যা বলে তার,
অনেকে তাই ফাঁসাই তাকে সুযোগ বুঝে পার!


মাথা মোটা নিধিরামের বোকামি অনেক,
কাজের চেয়ে কথা বেশি বুদ্ধিমানের ভেক!
অতিষ্ঠ সব সহকর্মী নিপীড়নে তার,
ঐক্যবদ্ধে গড়ে না সে কারো সাথে ধার।


কতো দিনের সখ্যতা মোর মনে পড়ে বেশ,
বুক জুড়ে তাই হাহাকার আজ বিদায়ে অশেষ।
ভালো-মন্দ এই সমাজে নিয়ম মেনে রয়,
কান্না তবু মানবতার হারানোতে লয়।


তাং- ২৩/০৫/১৯ ইং