পাশাপাশি প্রতিবেশী- অনেক দিনের বসবাস,
অথচ চিনিনা কেউ কাউকে।


ধরণী আগলে রাখে তার সর্বংসহা সত্ত্বা দিয়ে
সৃষ্টিশীল তাবৎ দুনিয়াকে।
দুনিয়ার সৃষ্টিকূল বন্ধনে আবদ্ধ সব!


কয়েক বছর কেটে গেল, অবশেষে চিনলাম।
কুশলসংবাদ বিনিময়ের নিছক কৌশল
শেষ করে কেটে পড়েন সহসা।


প্রকৃতিস্থ নিয়মাদি- শৃঙ্খলে আবদ্ধ
রেখে চলতে শেখায়।
নিয়মের বৈপরীত্য- ধবংসের লীলায়
গর্জে উঠতে পারে যেকোন একদিন।


যদি কোন দৈবাৎ গ্রাস করে আগ্রাসনে
তখন মানব ছুটে চলে...
খুঁজে ফিরে অস্তিত্ব রক্ষার সংঘবদ্ধতাতে!


সৃষ্টির সেরাই জীব বলে দাবিদার-
সুগম চলাকে মুক্ত করে চলতে,
কোথায় যেন তার বাঁধা!


জানেনা অস্তিত্ব ঠিকিয়ে রাখার
অবলম্বনের সুষ্ঠু পথ; আমাদের যেতে হবে
একদিন, নিরাপদে শেষ গন্তব্যে।


তাং - ০৬/০১/১৮