ভেবে ভেবে কূল নাই...
চেনা গলির নিস্তেজ সুর!


কখনো-কখনো দমকা হাওয়া
সুর তুলে;
যদি সবকিছু করায়ত্ত করা যায়!
সাবধানে পথ চল;
নিজের উপর শুধু
ভরসার আলো দেখা শ্রেয়।


ভালো লাগে
যদি আগন্তুক আসে;
এই ভেবে যে-
নতুনের হাত ধরে
সভ্যতার পার্থিব সখ্যতা গড়ে উঠে বলে...


তাং- ২০/১০/২০২২ ইং