মায়া ভরা আঁখি দুটি
    ছুঁয়েছিল মন।
ঐ আঁখিতে ডুবেছিল।
   হৃদয়ের সুজন।


মায়ার তরী মাঝির হাতে
      দিগন্তকে পায়।
ঐ মাঝি তার মন মজিয়ে
      তরীতে হারায়।


আকাশ ভরা তারার খুশি
    জোনাক ভরা বন।
মায়ার বনে সুজন মাঝি
   সাঁতার কাটে মন।


ফুল বাগানে প্রজাপতি
   মন মজেছে তাই।
মন ভ্রমরা নৃত্য করে
   ঐ আঁখিতে যাই।


আঁখি নয় তো মায়াবিনী  
     হরণকারী মন।
ঐ মনেতে বাসা বাঁধি
    অনন্তকাল পণ।


তাং - ১১/১১/১৯