ধরণীর যত সুখ সৃষ্ট তোমা হতে,
ওগো মা দেখাও পথ তব কৃপা মতে!
চার দিকে হাহাকার- মানব জীবন,
দিশা লাভে পথ খোঁজে কতো আকিঞ্চন!


প্রাণের পাখি রে দেখে দূর থেকে দূরে,
পায় না নাগাল তারে নিয়তির পুরে!
গোধূলির ক্রান্তি লগ্নে পরম আধার,
মায়ের করুণা ভিক্ষা পায় যে অপার।


না দেখি স্বজন হায় বিধির বিধানে,
একাকীত্ব এ কেমন মনুষ্য সোপানে!
উপরে খোলস সার মেকি হাসি মুখ,
অন্তর জ্বালায় নিত্য কোথা গেল সুখ?


রোগ শোক এক ঘরে ঘিরেছে সবার,
মাটির বিছানা ডাকে শূন্য মরু দ্বার।
চিত্ত শান্তি আসে আজ স্মরণে যখন,
দুর্গতি নাশিনী চোখে ভাসে অনুক্ষণ।


অন্তরাত্মা নিরুপায় অন্ধকার দেখে,
ঐ রাঙা চরণ ধরে দুঃখ ভুলে থাকে।
মাগো তুমি ফিরে আসো মর্ত্যে বারে বারে,
দূর করো জ্বরাব্যাধি এ ভব সংসারে।


০৭/০৭/২০২০ ইং