মনের স্থিরতা নেই
আজ কারো সনে,
প্রকাশের অঙ্গভঙ্গি
চপলতা মনে।


এ বুঝি মোহের বান
এই রণক্ষেত্র,
আষাঢ়ে বাদল নামা
রুদ্ধ কার নেত্র!


অশান্ত জননী মন
দারাপুত্র নিয়ে,
ভোগের মহিমা এক
বাঁটোয়ারা দিয়ে!


করোনার কালো জল
বয়ে যায় কতো,
একুশের চেতনায়
সুখ আসে ততো।


তাং- ০৮/০১/২০২১ ইং