সভ্যতার নির্মাণকাযে মহান মানুষ,
তার কোন মূল্য নেই দুনিয়া বেহুঁশ।
হৃদয়ের দাম আজ ডিভাইসে আবদ্ধ,
মিথ্যের রাজত্বে তাই যন্ত্রতে দায়বদ্ধ।


মানুষ মানুষে নেই কেন যে বিশ্বাস?
যেদিকে তাকাই সব ছলনায় বেশ।
কথায় কথায় বলে মিথ্যে সব তথ্য,
কি লাভ জানিনা তবে লোকের ঐ কথ্য?


মুহূর্তে মুহূর্তে করে চালাকি সবেতে,
মনে হল বোকারাম জিতে গেল তাতে।
সততা সত্যের দাম গেল ছারখারে,
প্রতিবাদ হোক তবে মানবের তরে।


দারোয়ান মিছে দেই ফাঁকিতে হরেক,
সিসি টিভিও ক্যামেরা কদর্য অনেক।
মুখের কথার কোন দাম নেই আজ,
প্রমাণ রাখার তরে ডিভাইসে কাজ।


ইমেল মেসেযে আজ প্রমাণ দলিল,
বিশ্বাসের দাম তবে সমাধি সলিল।
কিবা কথা হল মুখে রেকর্ড প্রমাণ,
অস্তিত্ব কোথায় আজ মানুষ মহান?


তাং - ১৪/০১/১৮