বৃন্তচ্যুত ফুল রেখে আসে কিছু স্মৃতি,
শিকড়ের টান অনুভব করে শিরায় শিরায়!
সাঁঝের বেলায় রজনীর চোখে আঁকে
আগামীর আগমনী সুর,
ফেলে আসা সেইসব ঘুমপাড়ানীর
পিতৃ স্নেহ আবার আসবে কি কখনো?


যেখানে চিরবসন্ত বয়ে চলে শুধু,
যেখানে মমতা ভরা হৃদয়ের উষ্ণ ভালোবাসা  
আলিঙ্গন করে যেত এক স্বর্গীয় সুখের মোহে!


একদিন বেলাশেষে একা হতে হয়
অভিভাবক হীন এ পৃথিবীতে!
আজ পরিক্রম পালা বদলের পথে
চলতে চলতে দেখি কত কষ্টের পদবি
এ অভিভাবক!


এখনো ভাবায়- বট বৃক্ষের ছায়ায়
কত শান্তি বিরাজিত ছিল,
রজনী ও পিতৃ কোল গত!
কান্ডারিবিহীন তরণী কি সেই সুখ আর পাবে?


তাং- ২০/০৬/২০২১ ইং
@বাবা দিবস***