এক বিকেলের গল্প তোমাকে
শোনাব রাত্রি জুড়ে,
কোথায় তোমারি উদ্ভব হলো
একূল-ওকূলে পুড়ে?
আগুন জানে না পোড়াতে পারার  
শক্তি কতোই তারি,
সব শেষে শুধু ছাই পড়ে থাকে
অনুভবে আহাজারি!
তোমার ক্ষমতা, অতীব প্রখর-
অবগত নও অত,
পৃথিবী পোড়াতে আর কতোকাল
কাঁদাবে মানুষ এত!
কতো যে কাহিনী অজানা তোমার
বলে-তো হবে না শেষ,
দোহায় তোমার,পলায়ন করো-
তবেই শান্ত দেশ!


তাং- ১৮/০৪/২০২১ ইং