উর্ধ্বাকাশে উড়ে শকুন তীক্ষ্ণ দৃষ্টি নিচে,
ভাগাড়খানার সন্ধানে সে হন্যে ঘুরে মিছে!
সমাজপতির অঢেল আছে তবুও চায় আরও,
দীনের কুটির সহায় সম্বল নজর কাড়ে তারও!


শুদ্ধাচারে নিষ্কৃতি লাভ স্বকীয়তায় এসো,
আত্মত্যাগে সুখ বিভাজন জগৎ জুড়ে হেসো!
সাধের জনম ধনৈশ্বর্যে প্রমত্তে যে রয়,
ফাঁকা বুলি অসারতা শূন্যে হবে ক্ষয়!


স্বপ্ন বাঁধার অন্বেষণে- লক্ষ মানিক ঘুরে,
বড় হওয়ার পিপাসাটা ক্লান্তি পানে পুড়ে!
কাম্য বস্তু থাকনা পণে সাধের প্রতীক হয়ে,
স্বর্গ মর্ত্য, অম্বর তল যাকনা নিশান বয়ে।


অধোগতি পরিহারে জীবন ধন্য করো,
উচ্চ আশায় মনটা ভরে- জগৎ আলোয় লড়ো!
প্রবৃত্তিটা ভাঙতে পারো- গগন ছোঁয়ার আশায়,
উপাধি ও মাল্যদানে নভোচারীর প্রভায়।


তাং- - ১২/০৯/১৯ ইং