পৌষের তীব্রতা বড়ো বেশী;
ঠাণ্ডা ছয় ডিগ্রীতে পতিত।
অসহায় মানুষেরা শীতের প্রকোপে,
দিশেহারা কনকনে শীতে।


উষ্ণতা স্পর্শতে খড় পোড়া আগুনে
বিলাসী জীবন যাপনের স্বপ্নসুখ খোঁজে,
গরীব মানুষজন।


বাতাসের উপহাস যেন-
সুখ কেড়ে নিতে চায় মাঝেমধ্যে !


প্রকৃতির খেলা তার নিয়মে চালিয়ে যাবে
এটায় স্বাভাবিক।
জীবন সংগ্রামে ঠিকে থাকা-
প্রকৃতির চিরায়ত পরীক্ষা।


ঘন কুয়াশার চাদর উপেক্ষা করে,
সূর্যের উষ্ণতা ধরনীর উপহার;
যেন তার সৃষ্টিকে সমতা দিতে,
বদ্ধ পরিকর।


ঠান্ডার প্রকোপে কতো দিনের যাপিত
জীবন সায়াহ্নে উপনীত আজ!


হয়তো নতুন উদিত সূর্য, নবাগত
আহবানের সোনালী বসন্ত; এই
শীতালু দিনকে বিদায় জানাবে
তারই নিয়মে।


তাং - ০৭/০১/১৮