শুভশ্রী লাগছে বেশ তোমাকে দেখতে,
ক্ষণেক্ষণে অন্তর্দৃষ্টি খুঁজিছে তোমাতে।
পবনে অদৃশ্য গন্ধ ভাসায় অন্তরে,
পাখির ডানায় উড়ে যায় স্বশরীরে।
নিবে না হয়তো কেউ তোমার হৃদয়;
প্রত্যাশায় বীজ বুনি আঁখিতে তোমায়।
খুশিতে নাচবে আজ ধরণী উতলা,
বাগানে ফুলেরা তাই সুবাসেই খেলা।


আকাশে চাঁদের মত গোলক বদন,
অন্তর ডুবিল তাতে সাগর মন্থন।
জলে স্থলে সবখানে শুভশ্রীর মুখ,
প্রকৃতি শোভন তার অপরূপ সুখ।
সুখের রঙিন স্বপ্ন হাওয়ায় দোলে,
চুম্বকীয় মন তাই মিলেছে যুগলে।


তাং -১৯/১২/১৭