বিধাতা হয়তো ক্ষমতা দেয়নি-
একক ভাবে কাউকে
সব কিছু জানার...


কাজের পরিধি ভাগ করে দেয়া
হয়েছে মানুষকে।


ইঞ্জিনিয়ার- ডাক্তারের কিবা বুঝে!
আবার ডাক্তার- ইঞ্জিনিয়ারের....


বড় কর্মকর্তা পায়ে হেঁটে
ডাক্তারের কাছে গেল কোন এক
ছোট্ট অসুখে।


বেডে শুয়ে চেকআপ, শেষে ইনজেকশন;
অতঃপর হার্টফেল এবং....


ভুলে ভুল হয়!
জন্ম মৃত্যু বিধাতার হাতে!


একটু ভুলেই যবনিকাপাত;
মেনে নেয়া যায় না কোনভাবেই
সৃষ্টির অমোঘ বিধানে!


মঞ্চে অভিনেতা অভিনয়ে মগ্ন!
দর্শক শুধুই....


দুর্বল চিকিৎসা ব্যবস্থা হয়তো ছোট্ট
শিশুর পিতার স্নেহ কেড়ে নিল;
নাকি স্রষ্টার বিধানে
তার আয়ুরেখা সীমাবদ্ধ!


প্রভুই জানেন!


তাং - ১৫/০১/১৮