অনেক রাতে প্রভু আসে কাজকর্ম তার সেরে,
অপেক্ষাতে থাকে ভক্ত প্রভু আসবে ফিরে।
বাড়ীর থেকে কালীগঞ্জের নদী অনেক দূরে ,
শেষের লঞ্চে আসেন প্রভু বেশ কাটুনি করে।


নেই যে কোন জনমানব এত রাতে পথে,
তাইতো ভক্ত বসে থাকে প্রভুর জন্য রাতে।
প্রভু জানে ভয় নেই রাতে যত বিপদ হবে,
বিশ্বস্ত তার ভক্ত আছে পাহারাদার তবে।


অবশেষে আসেন প্রভু নামেন লঞ্চ থেকে,
ভক্ত থাকে লেজ নাড়িয়ে দেখেন চারিদিকে।
এই দুনিয়ায় মানুষ যেন মানুষেরি শত্রু,
নিরপেক্ষ কুকুরটি আজ প্রভুভক্ত মিত্র।


তাং- ২১/০৪/১৮