প্রতিশোধ নয় প্রতিদান দিও!
নীতি বাক্য কেউ আর
শোনে কিনা !


প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরে,
দেখে নিবে মর্মপীড়া
প্রদানকারীকে!


ভুলের উপর আরো ভুল
যেন চেপে বসে!
প্রতিশোধের ওপরে প্রতিশোধ,
কে কাকে বুঝাবে?


তুমি অপকৃষ্ট বলে
আমি সর্বশ্রেষ্ঠ হবোনা-তা কেন !
শুধু জ্বালা মিঠানো সবার
ধর্ম হয়ে পড়ে...


বাস্তবতার নিরিখে
কেউই ভেবে দেখেনা;
প্রতিশোধ নয় প্রতিদানই হয় যে
প্রতিশোধের প্রধান চাবিকাঠি।


কি হবে এসব করে...
বাঁচো শুধু প্রতিদান আর বর্তমানে।


তাং- ০৬/১০/২০১৮