এক পৃথিবীর একজন-ই বীর
তুল্য হয় কি অন্যে,
সে তো সবার নজর কাড়ার
রত্ন সবার জন্যে!


শব্দে যাহার জাদুর বাহার
চিত্তে আনে ছন্দ,
বাংলা গানে শ্রোতা জানে
আহা! কত নন্দ!


বিশ্ব মাঝে আস্থা সাজে
ঝর্ণা ধারা জন্মে,
এসো ধরায় এই তো সভায়
ইন্দ্রিয়জাত কর্মে।


বরির আলোয় স্বর্ণ আভায়
ছড়িয়ে পড়ে হন্যে,
শব্দ, কথায় সকল প্রথায়
দৃশ্য পটে ধন্যে।


তাং- ০৮/০৫/২০২১ ইং
@রবীন্দ্র জন্মজয়ন্তী***