সৃষ্টির আনন্দে আজ মাতোয়ারা যারা,
আকাশের যত তারা গুণে যায় সারা।
পাল তুলে বহে তরী সমীরন ধরে,
মনোরথে সুর বাজে মহানন্দ করে।
সুখের উল্লাসে চলে জীবনের তরী,
অথই বারিধি মাঝে দিকভ্রান্তে পরি।
সহসা গগনতলে কালো মেঘ এলো,
উঠে ঝড় মহারোষে তরী ডুবে গেলো।


প্রকৃতি আনন্দে মাতে তারি লীলা সুখে,
কারো খুশি কারো কান্না এ ভবের বুকে।
ধরাধামে ক্রিয়াশীল স্রষ্টাতত্ত্ব তাঁর,
ধ্বংস সৃষ্টি পালাক্রমে প্রত্যহ অপার।
তোমার মহিমা জানা বড় মুশকিল,
কোথাও নির্মানে তুমি কোথাও শঙ্কিল।


তাং- ২৭/০৪/১৯ ইং