আমি হয়তো ভুল করেছি
সাম্যবাদী হতে সবার সনে,
তুমিও তো শত্রু জয়ে
পারতে সবার- মিত্র হতে মনে!
হিতসাধন করতে না হয়
গহ্বরে পতন ঘটে কিছু,
তাই বলে কি সাধুসঙ্গ
ত্যাগে তুমি- রবে শুধুই পিছু!


আমি যদি সুখ খুঁজে পাই
পরার্থে সব ব্রত পালন করে,
লোকের তাতে যায় কি আসে
দুঃখ শোকে- বিলাপে বুক ভরে!
তোমরা যারা বিদ্বেষ কারী
নাই-বা পেলে চাঁদের হাটের সুখ,
আমরা কেনো সুখ বাজারে
কিনবো না আর- মিত্র জনের মুখ!


তাং- ২৮/০৫/১৯ ইং