মানবেরা সবকাজে সুখি হতে চায়,
অভাবের অনুভূতি শুধুই তাড়ায়।
অন্যকে তাকিয়ে দুঃখী প্রতিটি মানুষ,
অনুভবে সুখ খোঁজে নিজ কাজে হুঁশ।
আবেগীয় লোকগুলো যায় রসাতলে,
আবেগ তাড়াতে হবে সুখী হতে হলে।
সুখদুঃখ হাসি কান্না জীবনের খেলা,
সবকিছু মেনে নিলে কেটে যাবে বেলা।


নিজের যাকিছু আছে খুশি থাকি তাতে,
কষ্টের লাগব হবে জাগতিক পথে।
পৃথিবীর যতকিছু এখানেই রবে,
অর্জিত সম্পদ সব রেখে যাবে ভবে।
কেউতো যাবেনা সাথে ওপাড়ে তোমার,
ভালো কাজ সঙ্গী হবে অন্ধকার ঘর।


তাং -২১/০৭/১৮