সেদিন এখন আর নেই!
বাঘেরাও হরিনেরা এক ঘাটে জল খায়...


প্রতিষ্ঠানের মালিক জিম্মি-
শ্রমিকের দাপটের কাছে।
কথায় কথায় কাজ বন্ধ, হুমকি ধমকি আর... উৎপাদনের বারোটা!


নিরীহের পক্ষে এখন অনেকে কাজে...


পৃথিবীকে এক শ্রেণীর মানুষ ধবংসে ন্যস্ত ;
অন্য শ্রেণী- পরিবেশবাদী কোটি কোটি
ডলার বরাদ্দ দিচ্ছে;
জীব জগতকে বাঁচিয়ে রাখবে বলে!


প্রজারা নক্ষত্র খুঁজতে জানে;
কেবা তাদের ঠেকাই!
যদিওবা ভুল পথে...


দুঃখ একটাই নিজেকে নিজেই চিনিতে না পারা;
নিজের করা গর্তে নিজে...
আফসোস পরাধীনতার শেখলে আমরা বন্দী!
সেই নীলচাষী....!


তাং - ২৫/০১/১৮