অনিত্য সংসারে যতো আছে সংবেদন,
জীবন পাতায় মিল নানা সন্ধিক্ষণ।
জন্মিল দু'জন তারা একত্রে শৈশব,
গল্প আড্ডা খেলা সাথে বিদ্যাবুদ্ধি সব।
বন্ধুত্ব দু'জনে বেশ অটুট বন্ধন,
এক সাথে কর্মব্যস্ত বিয়ে সুলক্ষণ।
ছেলেমেয়ে লেখাপড়া সংসার জীবন,
কাকতালীয় মিলনজাতে উদ্বুদ্ধ স্বজন।
প্রকৃতি দর্শনে ওরা গেল অন্যদেশ,
বিধি বামে গেলো আজি না ফেরার দেশ।
এক ক্ষণে জন্মমৃত্যু সংসার লীলায়,
কেমনে সহিবে বিধি এপার মায়ায়!
কেমন হিসাব বিধি কষতে চেয়েছিল,
সহিবার শক্তি দাও প্রভু- শোকানল!


তাং - ১৭/০৩/১৮