তোমরা মুখে বলে থাকো তোকে মেরে ফেলবো!
তোকে কেটেই ফেলবো!তোকে দেখেই ছাড়বো।
কি করে পথ চলো দেখাবো! এই ভূ-সম্পত্তি
দিয়ে কি করে হাঁট দেখে নেবো- ইত্যাদি ইত্যাদি।


কতো সহজেই বলা হয়ে গেলো কথাগুলি,
আমি বলি তোমাদের ছাড়তে হবে এ বুলি!
যদি বসুন্ধরা অক্সিজেন ও বায়ু না দেয়,
প্রভাকর আলো ও মাটি খাদ্যশস্য না দেয় ;
বলো বাঁচবে তোমরা! যার কাঁধে এতো দেনা,
জীবনে প্রতিটি সেকেন্ড এভাবে ধারে কেনা।


যে কিনা এ সংসারে কারো দয়ায় বেঁচে আছে,
কেন এতো বড়াই করে হুমকি দেয় পাছে?
শক্তি দেখানোর অধিকার কোথায় পেয়েছো!
যেন ভয় দেখানো অনুমতিপত্র নিয়েছো?


তাং ২৯/০৬/১৮