শ্রাবণের ধারাপাতে আজি বসে
তোমাতে হয়েছে যতো কথা,
দুজনে বসেছি নিরালায় কোণে
দেখেছি বর্ষণ শোভা তথা।
জলের ধারায় অবিরাম পাই
ছন্দময় সুরে টুপটাপ,
বেঁধেছে প্রাণের আকুলতা যেন
হৃদয়ের যতোই সন্তাপ।
আজ মনে পরে যতোসব গল্প
ফেলে আসা অতীত দিনের,
কোন এক অজানায় হারিয়েছি
দুজনে হয়েছি দু'পথের।
শ্রাবণ ধারায় জলে ধুয়ে-মুছে
যাক না অতীত যতো সব,
তোমার আমার পুনর্মিলনের
তৃপ্তিধারা হোক মধুৎসব।


তাং - ০৬/০৮/১৮