শ্রীশ্রী শ্যামা মার পূজাতে যজ্ঞারতি বলিতে,
পুষ্পাঞ্জলি আর প্রসাদে সারারাতের আমোদে।
হেমন্তের এই মৃদু শীতে শিউলি ফুল কুড়াতে,
নবান্নের এই নতুন ধানে পায়েস পিঠের আমেজে।


অমাবস্যার ঘনঘোরে অন্ধকারের বিনাশে,
আলোক উৎসব চারিদিকে মন্দির গৃহে প্রদীপে।
শুভ কল্যাণ প্রতিষ্ঠার্থে শান্তি সুখে সম্পদে,
আরাধনায় শ্যামামাকে পূজি সবে ভক্তিতে।


মাতৃপূজা শক্তিপূজা ভক্তজনের প্রকাশে,
ভিন্ননামে পরিচিতা আদ্যামা ও চামুণ্ডে,
কালী,তারা,মহামায়া,ভদ্রকালী নামেতে।


মা করলাবন্দনা ও মুক্তকেশী মেঘ্ বর্ণে,
দন্তপংক্তি,অধরেতে রক্তধারা গড়িয়ে।
গলায় দিয়ে মুক্তামালা,শিশুশবে কর্ণেতে।


চারি হাতের বাঁদিকেতে রক্তমাখা খরগে,
সদেচ্ছন্দ মুণ্ড,ডানদিকেতে আছে অভয়,বরেতে।
ভয়ংকরী মহামায়া নৃত্য করেন যেখানে,
দেবাদিদেব মহাদেবের বুকের উপর পা রেখে।


সারারাতই মায়ের পূজা ভক্তরা ও আনন্দে,
সবাই যেন সুস্থ থাকে কামনা এই মার কাছে।


তাং - ১৭/১০/১৭