মহামানবেরা যুগে যুগে ধরনীতে
বিশেষ দিনেই বিশেষ কাজ সম্পাদনেই
অবতীর্ণ হন।


শুভ বৈশাখী পূর্ণিমা তিথি-
মহামতি গৌতম বুদ্ধের জন্মে আলোকিত
ধরনী তথা মানব।
তিনি এই দিনে সিদ্ধিলাভ এবং
মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।


পবিত্র এইদিনেই মন্দিরে মন্দিরে
বুদ্ধের বন্দনায় প্রার্থনা চলবে।
বোধি বৃক্ষতলে জগতের কল্যাণেই
মানবমুক্তির পরম পথ-
বুদ্ধত্বলাভ করেন এ মহামতি গৌতম বুদ্ধ।


এই মহাপুরুষের মহামন্ত্র-
জগতে কর্মই সব,
কর্ম অনুসারে ফল ভোগ করবে।
ভাল কাজ করলে ভাল ফল,
খারাপ কাজের খারাপ ফলই পাবে।


জগতের কল্যাণেই এই মহামানবের
উচ্চারিত মহাবাণী-
উৎপন্ন দ্রব্য মাত্রেরই বিনাশ অবশ্যম্ভাবী,
অপ্রমত্ত হয়েই কর্তব্য সম্পাদন কর।
"জগতের সব প্রাণী সুখী হোক"।


তাং - ২৯/০৪/১৮