ফাল্গুনী পূর্ণিমা তিথি দোলযাত্রা আজি,
প্রভু কৃষ্ণ খেলে দোল রাধিকাতে মজি।
সহস্র গোপীরা সঙ্গে বৃন্দাবনে মাতি,
আনন্দে আবিরে তাই সখাগন অতি।


রাধা ও কৃষ্ণকে স্নান করাবে আবিরে,
দোলায় চড়িয়ে হবে কীর্তন নগরে।
আবির গুলালে তাই ভক্তেরা ও খেলে,
এভাবে ভবেতে ভক্ত দোলপূর্ণিমা বলে।


নরনারী নানারঙে রাঙাবে হৃদয়,
আনন্দে মাতিয়া রবে ভক্ত সমুদয় ।
মুঠো মুঠো রঙ মেখে রাঙাবে-তা মুখে
ছেলেবুড়ো আনন্দিত হবে মহাসুখে।


ধরনীর রঙ্গমঞ্চে বিধাতা মহান,
দোললীলার মহানন্দে পূজে পুণ্যবান।


তাং - ০১/০৩/১৮