শেষ টুকু বাকি থাক এই ভেবে আছি,
কারা যেন চাই না-তো
আমি-তুমি বাঁচি!
একে একে কালো ধোঁয়া কালবেলা আঁকে!
কার সাথে? কারা যেন,
আড়ি পাতে বাঁকে।


দুঃসহ জীবন যার অজানার পথে,
অন্বেষণ করে যায়
সহজাত হতে!
মনুষ্য, প্রকৃতি আজ রোষানল  হয়ে,
কে, কারে হরণ করে?
প্রতিশোধ লয়ে!


আবেগ উৎকণ্ঠা অতি; কার লাগে ভালো?
অন্ধকার দূর করে
আলো তব জ্বালো।


তাং- ২৩/১০/২০২২ ইং