স্বপ্নময় শৈশবের স্মৃতির সাগরে
সাঁতার কাটতে গিয়ে;
হয়তো কূলের দেখা আর
পাবো কিনা জানিনা !


শৈশবের বন্ধুরা অনেকে
কে যে কোথায় জানিনা আজ?
নিয়ন্তা তারই প্রয়োজনে গতিবিধি
পরিবর্তন করেই চলেছে!


শৈশবের বন্ধু অমল পুকুরে পড়ে
অকালেই ঝড়ে গেল,
স্মৃতিতে অম্লান সেই...
স্বপ্নের ভুবন উপভোগ করতেই
পারল না সে!


অপুটা আমাকে ছাড়া যেন
তার পৃথিবী অচল,
নিরুদ্দেশ হয়েছিল বারো বছর বয়সে।
সারাদিন মাঠে ঘুড়ির নাটাই হাতে-
কতো যে পিটুনি খেয়েছি মায়ের!


গোপালের মার্বেল খেলার হাত
চোখে ভাসে, দুর্দান্ত টার্গেট,
হাফ পেন্টের পকেট ভর্তি;
সবার মার্বেল জয় করে ঘরে যেত।
সদা হাস্যজ্জ্বল সুন্দর মুখটি-
তার ঠিকানাই জানিনা!


অভি- সুন্দর গানের গলা তার,
অনেক সাহসী ছিল বলে
সবাই তাকেই সাথে নিয়ে চলত।
গীতিকার, সুরকার হিসেবে প্রসিদ্ধ!


ইচ্ছাময়ের ইচ্ছাতেই জগৎ চলে।
তবে শৈশব স্মৃতির মাঠে মাঠে,
এখনো আমরা খেলা করে
যায় প্রতিনিয়ত!
যান্ত্রিক জগত বশ্যতা স্বীকার
নাইবা করল! তাতে কি?


তাং - ১০/০১/১৮