পুবাকাশের অর্ক এসে ঝলক মারে চোখে,
পতিব্রতা জেগে ওঠে সখ্য অভিমুখে।
শুভ্র সকাল নিচ্ছে ডেকে বাতায়নের কাছে,
এক পলকে যাও গো দেখে সম্ভাষণে পাছে!


বেলা কারো যায় গো বয়ে সখার পানে চেয়ে,
সিন্ধু নদের সভ্যতা আজ এলো এবার ধেয়ে।
এক পা যদি এগোও তুমি দু'পা পিছাও আবার,
কোন গগনে উড়ছে এ মন ভেবে না পাই অপার!


এক আকাশের সূর্য যেমন সবার তরে উঠে,
তেমনি তোমার মন কাননে পুষ্পরেণু ফোটে!
দিনের আলো পার হয়ে যায় গোধূলিকে ডেকে,
শান্ত নদে জোয়ার আসে প্রতীক্ষমাণ ঢেকে।


তাং- ২০/০৯/২০২০ ইং