পাল্টে দেয় আদি প্রথা
আরও সকল স্মৃতি রেখা,
এ নাকি নতুন পন্থা
সভ্যতার সন্ধিক্ষণ দেখা।


একদিন জেনেছিলে
বসন্তের কত গুণগান,
আজ যেন সব ঋতু
খেলে যায় এক ঐকতান।


জ্ঞানী গুণী, অধিপতি
যুক্তস্বরে গান ধরে আজ,
হালের অধুনা যারা
চালায় শাসন আর তাজ!


তাং- ২০/১২/২০২০ ইং