নতুন আভায় আলোকিত আজ,
মনের কালিমা ধুয়ে মুছে সাজ!
জাগুক আবার- বাঁচার প্রেরণা,
এই হোক তবে নতুন চেতনা!


ঘুচে যাক সব দুঃখ-কষ্ট জানি,
দীপ্তোজ্জ্বল পথে- অন্ধকার হানি।
পবন যখন প্রাণের স্পন্দন,
ধরণী হবে না কারো দুশমন!


মায়ের হৃদয়ে কতো নির্যাতন!
মমতা কমে নি এতটুকু- মন!
যিনি দিয়েছেন এত অকল্যাণ,
মোচনে আনেন তিনি পরিত্রাণ।


বেঁচে থাক স্বপ্ন! নতুন বছরে,
জীবন যখন যেভাবে সঞ্চারে।
পৃথিবী আবারো রেখে যায় ক্ষতি!
বিশুদ্ধ বাতাস- সমতায় অতি।


তাং- ১৪/০৪/২০২০ ইং