মেসেঞ্জারে সবুজ বাতিটা
জ্বলে উঠতেই-
একটু একটু অভিমানী সুরে
বলে গেলে সব!


এপারের-
মিউট বাটন চাপা ছিল,
নোটিফিকেশনও অফ...


কোনো কিছু টেরই পেলাম না,
ততক্ষণে- সাত বসন্ত কলঙ্ক
হেঁটে চলে গেলো,
সঙ্গে কালবৈশাখী তাণ্ডব...

ওপারের-
অফ লাইন দেখতে পেয়ে আমিও
আষাঢ়ের বারিধারা, ফেলে আসা স্মৃতিকথা
বলে বলে ক্ষান্ত...


অকস্মাৎ ,
পাহাড়ি ঝর্ণার শব্দ কানে এলো
এক রিমঝিম সুরের লহরী হয়ে...


তাং- ১২/০৭/২০২০ ইং