মহা শূন্যে দেখা যায় শত শত তারা,  
হাসির ঝলক ফোটে চিত্ত সুখে সারা!
নিশিত অম্বরে যেন কামিনী রঞ্জন,
মাটির মানুষ পায়- তৃপ্তি কিছুক্ষণ!


সুমধুর ধ্বনি ফোটে কণ্ঠস্বর হতে,
সব বুঝি স্থির আজ জগতের ক্ষতে!
প্রতীক্ষার এতকাল পার করে তারা,
রঙধনু পাল তোলে হয়ে আত্মহারা!


এই বুঝি মনে হয় সব ঠিক আছে,
পুনরায় কালো মেঘ ঘিরে নেয় পাছে।
মাঝ নদে জল যান গেলো মহানন্দে,
সুখ সুধা কেড়ে নেয়- উঠে ঝড় ছন্দে!


এক কুড়ি পার করে পাঁচ কুড়ি মারে,
জন মন ভীত হয়; ধরে যদি তারে!
কোন পথে মুক্তি মেলে? পথ খোঁজে আজ,
কালো রাত যায়না তো! এ কেমন সাজ?


সুখের নিশানা এক যদি দেখা পায়,
অভিশপ্ত হয় সে-তো, প্রাণ নিরুপায়!
তবুও নিরুত্তর মন ভেবে যায় বেলা,
সময়ের সুখ-দুঃখ এ তো এক খেলা!


তাং- ১৭/০৪/২০২১ ইং