কথার কথা কতো কথা বলে যাও-গো তুমি,
সত্য-মিথ্যা সবই থাকে পরাগ রেণু চুমি।


এক উক্তিকে ঢাকা দিতে হাজার গল্প বলা,
হাজার আখ্যান ভিড়ে মিশে
অসত্যে পথ চলা।
তথ্য-তত্ত্বে ভ্রান্তি আসে পাঁচ মিশালি শুনে,
শান্ত রাখা বিবেক বুদ্ধি
আপনা শুচি গুণে।
জোয়ার-ভাটা বয়ে চলে নিয়ম মেনে তার,
চন্দ্র-সূর্য কিরণ দানে
ধারে না ধার- কার?


সংশয় আর অপপ্রচার মতৈক্যতা আনে,
স্বীয় বলে শক্তি আসে, গুজব- মূঢ় পানে।


তাং- ১২/০৪/২০২০ ইং