একটি সুখের তরে কত অভিলাষ,
খুঁজেছি তোমায় যবে শুধু বারোমাস।
যেদিন ফুটেছে ফুল ফাল্গুনের বনে,
সৌরভ ছড়ালে তব বিমোহিত মনে।
প্রথম দেখায় তুমি ছুঁয়েছো হৃদয়,
মনের গহীনে তাই হয়েছো সদয়।
পরিজন সবে মিলে করেছে বরণ,
সাদরে সবার মনে হলে সম্ভাষণ।


একে একে চলে গেল অনেক ফাল্গুন
মনে পড়ে সেই দেখা এইতো সেদিন।
কতো মন জয় করে হয়েছো আপন,
তোমাতে মজেছে সব ভালোবেসে মন।
সতেরো ফাল্গুন আজ করেছ যে পার,
যুগে যুগে চলে যাক এভাবে প্রিয়ার।


তাং- ২৮/০২/১৯