ধরণী আবদ্ধ আজ
        সভ্যতার ফ্রেমে,
যান্ত্রিক গাড়ীতে বসে
        ঝামেলার জ্যামে।


নির্মাণে কাজেই চলে
        চারিদিকে সবে,
এই ভাংগে এই গড়ে
        নিয়মে অভাবে।


কাজের পরিধি বাড়ে
        কর্মসংস্থা হয়,
গরমিল নিয়মেই
        কাজে রত রয়।


পৃথিবী থামবে কেন
        চলে তার গতি,
চলুক উন্নতি তার
        মেনে কাল অতি।


উন্নতি চলুক তবে
        দীর্ঘতা সময়ে,
স্বনির্ভর তবে হবে
        নিজ পরিচয়ে।


অনিয়ম বন্ধ হোক
        সতত নিয়মে,
সততায় ধরা দেয়
        মহা পুণ্য ধামে।


তাং -১১/০১/১৮